রাজৈরে নদীতে বিলীন সড়কের একাংশ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

মাদারীপুরের রাজৈরে টেকেরহাট-কালীবাড়ী সড়কের একাংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। এখনই ভাঙন প্রতিরোধ করা না গেলে সড়কের পাশের বিলের কয়েকশ হাজার একর জমির আমন ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। আর সড়কটি পুরোপুরি ভেঙে গেলে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

jagonews24

এলাকাবাসী জানান, গোয়ালবাথান এলাকায় প্রায় ৩০০ মিটার পাকা সড়কের একাংশ কুমার নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। সড়কটি ব্যবহার করে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা শহরে যাতায়াত করেন। এছাড়াও সড়কটি কুমার নদের বেড়িবাঁধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি কুমার নদে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান জানান, ভাঙন প্রতিরোধে দ্রæতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।