জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রাসনা শারমিন মিথি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

যশোর জেলা প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।

বুধবার (৮ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসন কার্যালয়ে অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সন্মাননা সনদ তুলে দেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার মুহূর্তে বেনাপোল বন্দর দিয়ে ভারত ফেরত আট হাজার যাত্রীকে গ্রহণ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা, ডিজিটাল তথ্য বিন্যাস, ছাড়পত্র প্রস্তুত ও আন্ত:সমন্বয়ের কাজে বিশেষ দায়িত্ব পালনের জন্যে রাসনা শারমিনকে মিথিকে এ পুরস্কার দেয়া হয়েছে।

রাসনা শারমিন মিথি তার অফিসিয়াল ফেইসবুক পেইজে বলেছেন, এ সন্মান শার্শা ভূমি অফিসে কর্মরত প্রতিটি সদস্যের, যাদের কারণে উপজেলা ভূমি অফিস শার্শাকে দেশের মধ্যে মডেল হিসেবে তৈরির স্বপ্ন দেখতে পাচ্ছি।

মো. জামাল হোসেন/ এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।