মতলবে পাগলা কুকুরের কামড়ে সাবেক মেম্বারসহ আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২১ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার এনায়েত নগর, বারহাতিয়া, শাহবাজকান্দি ও রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

গুরুতর আহত দুজন হলেন, এনায়েত নগর গ্রামের মাহবুব সরকারের মেয়ে ফারজানা (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে রাফাত (১০)।

কুকুরের কামড়ে আহত অন্যরা হলেন- শাবাজ কান্দি গ্রামের সাবেক মেম্বার নিজামুদ্দিন (৬৫), সানাতের কান্দি গ্রামের শরফুদ্দিন, শাবাজ কান্দির মাকসুদা বেগম (৬০), সানাতের কান্দির আলফু দেওয়ান (৪২), পারভিন (৪২), এনায়েত নগরের জাহানারা বেগম (৭০), আরাফা (১০), আলী আশাদ (৬৫), মাহিদুল (৫), মারজানা আক্তার (১০), বারহাতিয়া গ্রামের রাহিমা বেগম (৬০), আলেকজ্জান (৮০), হাজেরা বেগম (৫০), আশুরা আক্তার (৮), মাফিয়া (৭০), অনিক (১৮) প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের হাত, পা, কোমর এবং শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরীফুল হাসান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবো।’

নজরুল ইসলাম আতিক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।