টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেলো কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মো. ইমরান নামের এক কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ওই কিশোরের হাতে সাইকেলটি তুলে দেন উপজেলার আব্দুল্লাপুর বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল।

মাওলানা ইসরাফিল বলেন, টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়লে পাঁচ শিশু-কিশোরকে সাইকেল দেয়ার ঘোষণা দেন মোহাম্মদ কাউসার সরকার নামের স্থানীয় এক মুসল্লি। মো. ইমরান গত ৪০ দিন পাঁচওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। বিষয়টি কাউসার সরকারকে জানালে তিনি একটি সাইকেল উপহার দেন।

এ বিষয়ে সরকার মোহাম্মদ কাউসার সরকার জানান, বর্তমান সময়ে শিশু-কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাদের নামাজের প্রতি উৎসাহ দিতে সাইকেল উপহারের ঘোষণা দেই। পরে আর কেউ একইভাবে জামাতে নামাজ পড়ে তাদেরও সাইকেল উপহার দেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।