ফেনীতে বেনামি কোম্পানির ওষুধ রাখার দায়ে টাউন ফার্মেসির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ফেনীর ঐতিহ্যবাহী টাউন ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন ফার্মেসিতে সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছে একটি অসাধু চক্র। এমন তথ্যের ভিত্তিতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ খাজা আহমদ সড়কের টাউন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসিতে অনুমোদনহীন বেনামি কোম্পানির ওষুধ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।