মেয়ের বিয়ের দিনে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে মেয়ের বিয়ের দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাবা আতিয়ার রহমান (৪৬)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আতিয়ার রহমান উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের তবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ার সাজ্জাদ মিয়ার ছেলে রায়হানুর রহমানের সঙ্গে বিয়ে ঠিক হয় আতিয়ার রহমানের মেয়ে আইরিন নাহারের। শুক্রবার রাতে আইরিনের নানা আব্দুল গফফারের বাড়িতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে বরযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করছিলেন কনের বাবা আতিয়ার রহমান। এসময় হাত দিয়ে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় বিয়ে বাড়িতে নেমে আমে শোকের ছায়া।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, স্বজনদের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিরবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিতু কবীর/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।