রাঙ্গামাটিতে অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি একে-৪৭, ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, দুটি দুটি মোবাইল ও তিনটি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র জব্দ করা হয়।

সূত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান জানান, বিষয়টি শুনেছি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে।

শংকর হোড়/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।