নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
ধর্ষণ মামলার আসামি আজিজুল

নেত্রকোনার মদনে পাঁচ মাস পর একটি ধর্ষণ মামলার প্রধান আসামি আজিজুলকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত খেলন মিয়া (৪০) ও ওয়ারেন্টভুক্ত ইসলাম উদ্দিনকে (৩৫) একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজনের বাড়ি মদন উপজেলায়।

jagonews24

পুলিশ জানায়, আজিজুল প্রতিবেশী এক কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ২৩ এপ্রিল আজিজুল ও তার স্ত্রী জরিনা আক্তারকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। পরদিন জরিনা আক্তারকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে গ্রেফতার করা হলেও আজিজুল পালিয়ে যান। রোববার ভোরে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি আজিজুলকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক মামলার দুই আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাইকে সোমবার (১৩ সেপ্টেম্বর) নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।