ফেনী সদরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন শুসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

ফেনী সদরে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন অন্য কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তিনি।

এর আগে একই ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক রিপন ও জেলা আওয়ামী লীগ সদস্য সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, শেষদিন শুধুমাত্র এক জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল মোতাবেক নির্ধারিত সময়ে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

এর আগে ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম মারা যান। পরে ৭ অক্টোবর নির্বাচনের তারিখ দিয়ে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল মোতাবেক ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারিত ছিলো।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।