ঘর থেকে তুলে নিয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। রোববার (১২ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই কিশোরীর ভাই মামলা করেন।

অভিযুক্তের নাম মুলহাস উদ্দিন (৩৫)। তিনি সম্পর্কে ওই কিশোরীর খালাতো বোনের স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে মা ও ছয় মাস আগে বাবাকে হারায় ওই কিশোরী। পরে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অটোরিকশাচালক ভাইয়ের সঙ্গে বসবাস করছিল ওই কিশোরী। এ সুযোগে পাশের গ্রামের খালাতো বোনের স্বামী মুলহাস উদ্দিন ওই বাড়িতে আসা যাওয়া করতেন।

শনিবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি। কিশোরী ভাই এসেছে ভেবে দরজা খুলতেই মুখে কাপড় বেঁধে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মুলহাস পালিয়ে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম বলেন, কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।