মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৫৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ-পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ছয় জেলেকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক জেলেরা হলেন- মো. দিদার হোসেন, মো. জাকির হোসেন, মো. আবুল হোসেন, মো. নূর ইসলাম ও আব্দুর রহিম।

নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেঘনার বহরিয়া থেকে মতলব উত্তরের নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ-থানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ফোর্স নিয়ে এ অভিযান চালান।

অভিযানে চলাকালে মেঘনা নদীর চিরারচর এলাকায় জেলেদের ফেলে রাখা কারেন্ট জাল উঠাতে গেলে পুলিশের ওপর নৌকা নিয়ে হামলা করেন জেলেরা। এ ঘটনায় নৌ-থানার কনস্টেবল শরীফ উল্লাহ ও আব্দুল কাদের আহত হন। পরে ছয় জেলেকে একটি নৌকাসহ আটক করে পুলিশ। এসময় নদীতে ফেলে রাখা কারেন্ট জাল জব্দ করা হয়।

চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, একজন জেলের বয়স কম হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চাঁদপুর সদর মডেল থানায় প্রেরণ করে দুটি পৃথক মামলা করা হয়।

নজরুল ইসলাম আতিক/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।