নারীর পেট থেকে বের হলো ২২৫০ পিস ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

যশোরে মলহা বানু (৩৮) নামের এক নারীর পেট থেকে দুই হাজার ২৫০ পিসসহ পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মলহা বানু কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ওই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় টলি ব্যাগে লুকানো তিন হাজার ৫০০পিস ইয়াবাসহ মলহা বানুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভিতর আরও ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরে ডাক্তারের সহায়তায় ওই নারীর পেট আরও দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।