ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে চাঁদাবাজি করতে গিয়ে ‘সম্পাদক’ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে স্থানীয় একটি পত্রিকার সম্পাদকসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক-প্রকাশক আলী আযম ও পলাতক আশিকুর রহমান রনি।

এর আগে সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হন আলী আযম। এ সময় সহযোগী আশিকুর রহমান রনি দৌড়ে পালিয়ে যান।

পলাতক আশিকুর রহমান রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এর আগে ২০২০ সালের ৬ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হয়েছিলেন রনি। তাকে ছয় মাসের সাজাও দেন আদালত। বর্তমানে তিনি জামিনে আছেন।

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকালে স্কুলে শিক্ষকরা যার যার ক্লাসে পাঠদানে ব্যস্ত ছিলেন। এ সময় আলী আযম ও আশিকুর রহমান রনি নামের দুইজন নিজেদের সাংবাদিক এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকরা তা না দেখালে তারা শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে শিক্ষকদের গালাগাল শুরু করেন। পরে তারা শিক্ষকদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন।

শিক্ষকরা তাদের অপরাধ কী জানতে চাইলে তারা কথা না বাড়িয়ে বিষয়টি সমাধান করার কথা বলেন। কীভাবে সমাধান করতে হবে জানতে চাইলে আলী আযম ও আশিকুর রহমান রনি শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শিক্ষকরা কেন টাকা দেবেন এ কথা বলার সঙ্গে সঙ্গে দুজনই উত্তেজিত হয়ে আবারও গালাগাল শুরু করেন। শোরগোল শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পরে নিশ্চিত হওয়া যায় তারা প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা মূলধারার সাংবাদিক নন।

অবস্থা বেগতিক দেখে আশিকুর রহমান রনি দৌড়ে পালিয়ে যান। এ সময় এলাকাবাসী আলী আযমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। সন্ধ্যায় স্কুল কমিটির পক্ষ থেকে করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আটক আলী আযমকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।