গাছের ডাল কাটার দ্বন্দ্বে অটোচালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন তিন-চারজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেনের গাছের ডালের ছায়া পড়ে বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে। এ কারণে মধু মিয়া ওই গাছের ডাল কাটতে যান। এসময় আমজাদ হোসেন বাধা দিলে মধু তার ওপর চড়াও হন। বাগবিতণ্ডার একপর্যায় হাতে থাকা দায় দিয়ে আমজাদ হোসেনকে আঘাত করেন মধু। পরে স্বজনরা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মাসুদ রানা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।