মুন্সিগঞ্জে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে তালতলা-গৌড়গঞ্জ নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আউটশাহী সিলিমপুর এলাকায় ভাঙন কবলিত নদীর তীরে দাড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।

jagonews24

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চলতি বর্ষায় উপজেলার আউটশাহী এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়েছে ২৫টি পরিবারের বসতি। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী সংলগ্ন শতশত পরিবারে ঘরবাড়ি, মন্দির, মাদরাসাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাই ভাঙন রোধে বাঁধ নির্মানের দাবি জানান এলাকাবাসী।

তারা আরও বলেন, এবার বাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় নদী তীরের কয়েক কিলোমিটার এলাকার হাজারো পরিবার ঘর-বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

jagonews24

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, তালতলা-গৌড়গঞ্জ নদীর ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এছাড়া ভাঙন কবলিতদের তালিকা করে খাবার সরবরাহ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে।

আরাফাত রায়হান সাকিব/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।