কুড়িগ্রামে পরকীয়া প্রেমিকসহ গৃহবধূ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রাম চিলমারীতে পরকীয়া সম্পর্কের জের ধরে দুই সন্তানের জননী এক গৃহবধূ ও তার প্রেমিককে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মনসুর আলীর ছেলে মন্টু মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান ওই গৃহবধূ। এক পর্যায়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রেমিক মন্টু তার বাড়িতে যান। ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন তারা। এসময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরদিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই গৃহবধূ ও তার প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মো. মাসুদ রানা/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।