ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে এ তথ্য জানান।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- শেরপুর নালিতাবাড়ী উপজেলার হাতেম আলী (৫৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার বিলকিস (৫৫)।
ডা. মহিউদ্দিন জানান, বর্তমানে আইসিউতে ১৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট জন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৩১৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।
মঞ্জুরুল ইসলাম/এমকেআর/জিকেএস