সস্ত্রীক করোনায় আক্রান্ত মোংলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস (৫২) ও তার স্ত্রী শিউলি কনা বিশ্বাস (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. জীবিতেষ দুই ডোজ টিকা নিয়েছেন। তবে তার স্ত্রী এখন পর্যন্ত এক ডোজ টিকা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ডা. জীবিতেষ বিশ্বাসের নমুনা পরীক্ষা করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তার স্ত্রী শিউলি বিশ্বাসও করোনা পরীক্ষায় নমুনা দেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) তার রিপোর্টও পজিটিভ এসেছে। তারা দুজনই এখন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘আমি দুই ডোজ টিকা নিয়েছি। আমার স্ত্রী এক ডোজ নিয়েছে। তবুও আমাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে।’
তিনি বলেন, ‘আমার শিশু সন্তান রয়েছে। আমরা দুজনে করোনা আক্রান্ত হওয়ায় বাচ্চাকে শঙ্কায় পড়েছি। সবাই দোয়া করবেন, যেন দ্রুত আমরা সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে পারি।’
মো. এরশাদ হোসেন রনি/এএএইচ