সৌদিতে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১

সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় মো. শেখ ফরিদ আরজু (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি সময় দুপুর পৌনে ১২টায় রিয়াদের আল দোয়াদমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শেখ ফরিদ আরজু চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিম কোম্পানী বাড়ির মো. আবদুল হালিমের ছেলে। সে ২০২০ সালে সৌদি যান।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ।

তিনি জাগো নিউজকে বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। সে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। এলাকায় সে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।

আরজুর সহকর্মী আবু বক্কর সিদ্দিক সৌদি থেকে মোবাইলে জানান, আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।