বাগেরহাটে প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল এলাকা পরিদর্শনে সচিব
বাগেরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার।

সচিব বিকেলে রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান। ‘আমাদের গ্রাম’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দাউদকান্দি নদীর তীরে হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তাবিত ক্যানসার হাসপাতালের স্থান ঘুরে দেখেন।
এর আগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন প্রমুখ।
শওকত আলী বাবু/এসআর/জিকেএস