নোয়াখালীতে স্কুলে আসার পথে অপহরণের শিকার কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। সে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খিলপাড়া ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় কে বা কারা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে বাড়ির সামনে থেকে সে অপহৃত হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে স্থানীয় শ্রীনগর বাজার থেকে কয়েকজন বখাটে যুবক মাইক্রোবাসযোগে ওই ছাত্রীকে তুলে নিয়ে যান। বাজারের লোকজন টের পেয়ে এগিয়ে গেলে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের শনাক্ত করা হচ্ছে। আমরা এখনো অভিযানে আছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।