চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

বগুড়া সদর উপজেলায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে ২৮ বছরের এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার জহুরুলের জমি থেকে মুলা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাছের আপেল মাহমুদ। এ সময় মুলা চুরির অভিযোগে তাদের নেতৃত্বে সহযোগী কয়েকজন মিলে যুবককে রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকেন। এতে ওই যুবকের দুই হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে মার সহ্য করতে না পেরে চুরির দায় স্বীকার করেন ওই যুবক।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আবু নাছের আপেল মাহমুদ বলেন, একজনকে চোর শনাক্ত করে তার কাছে থেকেই জানিতে পারি যে এই চুরির ঘটনায় ওই যুবকও জড়িত ছিল। তবে রানাকে তারা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেননি। চুরি করার অপরাধে সামান্য চড়থাপ্পড় দিয়ে তার কাছ থেকে চুরির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এমন ঘটনা আমার জানা নেই। যদি এমনটা ঘটে থাকে তাহলে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।