মাস্ক ছাড়াই গেলেন টিকা নিতে, পরতে বলায় ক্ষিপ্ত কাউন্সিলর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাটের মোংলায় মাস্ক ছাড়াই কেন্দ্রে করোনার টিকা নিতে যাওয়ার অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মোংলা পৌর শহরের আলিয়া মাদরাসায় গণটিকা কর্মসূচিতে ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাহাদুর মিয়া টিকা নিতে যান। তখন তার মুখে মাস্ক ছিলো না। তাই কেন্দ্রে দায়িত্বে থাকা লোকজন তাকে মাস্ক পরতে বললে তিনি তাদের ওপর চড়াও হন। বলেন, আমাকে চেনেন আমি কাউন্সিলর।

পরে মাস্কবিহীন টিকা নেওয়ার ছবিটি তিনি তার নিজের ফেসবুক ও পৌরসভার ভেরিফাইড পেজে শেয়ার করেন। এ নিয়ে সেখানে নেতিবাচক নানা মন্তব্য করেন বিভিন্নজন। স্থানীয়দের মুখেও এ নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় ওঠে।

পৌর শহরের বাসিন্দা নারগিস বেগম, শাজাহান শেখ, মো. বেল্লাল, মো. মান্নান বলেন, করোনা থেকে রক্ষার জন্য টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলর বাহাদুর মিয়া মাস্ক ছাড়া টিকা কেন্দ্রে প্রবেশ করেন। ওই অবস্থায় টিকাও নেন তিনি। টিকা প্রদানে দায়িত্বে থাকা কর্মীরা তাকে মাস্ক পরতে বললে তিনি তাদের ওপর উল্টো ক্ষিপ্ত হন, এটা দুঃখজনক।

মাস্ক ছাড়া টিকা কেন্দ্রে প্রবেশ ও টিকা গ্রহণের বিষয়টি জানতে চাইলে কাউন্সিলর মো. বাহাদুর মিয়া ‘আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলবো।’ বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিষয়টি আমি দেখছি।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।