মুহিবুল্লাহ হত্যা মামলায় রোহিঙ্গা যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০১ অক্টোবর ২০২১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়ে বলে জানিয়েছেন এপিবিএন-১৪ এর পুলিশ সুপার (এসপি) নাইমুল হক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই ঘটনায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সব শাখা একত্রিত হয়ে অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুরে সন্দেহভাজন এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে এপিবিএন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সায়ীদ আলমগীর/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।