ভারতে গেলো আরও ৪ টন ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্কস্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় গত দুইদিনে আরও চার টন ইলিশ রপ্তানি হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) স্টেশনের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় তিন বছর ধরে এ শুল্কস্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ ছিলো। বৃহস্পতিবার থেকে সেটি শুরু হয়েছে। দুর্গাপূজায় এবছর ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

আমদানি-রপ্তানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সোহেল রানা চৌধুরী জানান, গত দুই দিনে প্রতি কেজি ১০ মার্কিন ডলার করে চার হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশগুলো গ্রহণ করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার একই পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।