আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০১ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের সাভারের পাড় গ্রামের মিন্টু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সোহান (৮) ও মাহিম (৮)। তারা সম্পর্কে একে অপরের মামাতো-ফুপাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পিরোজপুরের বালিপাড়া থেকে এনামুল হাওলাদারের ছেলে মাহিম তার মায়ের সঙ্গে নানা সৈয়দ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। একই সময় ইদ্রিস আলীর ছেলে সোহান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে দাদা মিন্টু হাওলাদারের বাড়ি বেড়াতে আসে। তারা মিন্টু হাওলাদারের বাড়িতে খেলা করছিল। দুপুর একটার দিকে তারা নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে তাদের মিন্টুর বাড়ির পুকুর থেকে ভসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত আলী বাবু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।