কোম্পানীগঞ্জে কাদের মির্জার সহযোগীসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০১ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগীসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহছান উল্যার ছেলে ছায়েদ হাসান সোহেল ওরফে সেনেগাল সোহেল (৩৪), মৃত আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার (৩৩), সৈয়দ বাড়ির আব্দুল মতিনের ছেলে আলা উদ্দিন রিয়াদ (২৭), চরকালী গ্রামের আবুল খায়েরের ছেলে মাইন উদ্দিন রাজু, বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন কুমারের ছেলে বিজয় কুমার দাস।

আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার ও আলা উদ্দিন রিয়াদ কাদের মির্জার সহযোগী বলে জানা গেছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।