টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেলেন ৬ কবি-সাহিত্যিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৮ অক্টোবর ২০২১

টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

জেলা প্রশাসক ড. আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা জাকিয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

এবার টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেয়েছেন কবি ফেরদৌস সালাম, কবি জাহিদ মুস্তাফা। এছাড়া তরুণ লেখক পুরস্কার পেয়েছেন নাট্যকার তৌফিক আহমেদ, শিশু সাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু, প্রাবন্ধিক আলী রেজা ও কথা সাহিত্যিক রুদ্র মোস্তফা।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।