রাতে বিধবার ঘরে গিয়ে জনতার হাতে আটক এএসআই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৯ অক্টোবর ২০২১

রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে পটুয়াখালীর বাউফল থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাত ১১টায় বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) এক বিধবা নারীর ঘরে প্রবেশ করে। ওই নারীর সঙ্গে কিছু সময় কাটানোর পর ঘর থেকে বের হওয়ার সময় আশপাশের শতাধিক লোক তাকে আটক করেন।

একপর্যায়ে তাকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে এএসআই রফিকুল ইসলাম ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিলেন, যা এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়। এ কারণে রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, শনিবার এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।