ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:২৩ এএম, ১০ অক্টোবর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার (৯ অক্টোবর) কদমী সুমনা ডেইরি ফার্ম অ্যান্ড ফিসারির আয়োজনে বিকেল ৫টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাতটি নৌকা।

এতে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

সন্ধ্যায় নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বাকা শেখকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী রূপাপাত গ্রামের ইলিয়াস মোল্যা ও তৃতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আড়পাড়ার উচমান শেখকে একটি করে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান ও শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যাসহ আরও অনেকে।

এন কে বি নয়ন/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।