রাঙ্গামাটিতে দেবী বরণে প্রস্তুত ৪১ মণ্ডপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১০ অক্টোবর ২০২১

রাঙ্গামাটিতে ৪১ পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিমা তৈরি, রঙ-সাজসজ্জার কাজ শেষে এখন চলছে আলোকসজ্জার কাজ। সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের পূজোর আনুষ্ঠানিকতা।

পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর রাঙ্গামাটির দশ উপজেলার ৪১ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৪টি, বাঘাইছড়িতে পাঁচটি, লংগদুতে তিনটি, বরকলে দুটি, জুরাছড়িতে একটি, বিলাইছড়িতে একটি, কাপ্তাইয়ে সাতটি, নানিয়ারচরে একটি, কাউখালীতে চারটি ও রাজস্থলী উপজেলায় ৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, সবগুলো মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন পূজা সংশ্লিষ্টরা। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরি, রঙ ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। তবে দু-একটি মণ্ডপে এখনো প্রতিমার রঙয়ের কাজ চলছে। এদিকে দুর্গোৎসবকে ঘিরে জেলায় থাকছে আইন-শৃঙ্খলাবাহিনীর বিশেষ নিরাপত্তা।

jagonews24

শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুন সিংহ বলেন, পূজা উদযাপনের জন্য ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কিছু আলোকসজ্জার কাজ এখনো বাকি রয়েছে। রোববারের মধ্যে সেটি সম্পন্ন হয়ে যাবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি অমর কুমার দে বলেন, জেলা শহরেই ১৩ টি মণ্ডপে পূজা হচ্ছে উদযাপিত হচ্ছে। পূজাকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

jagonews24

রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন বলেন, এবারে পূজায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে বিশেষভাবে জোর দিচ্ছি। তাই পূজা মণ্ডপে সকলে যেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সে জন্য জোর অনুরোধ করছি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, পূজাকে ঘিরে রাঙামাটির মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধানে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

শংকর হোড়/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।