ভাসানচরে দেশীয় অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে মারামারির ঘটনায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দা, বটি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হচ্ছেন- ৭৫ নম্বর ক্লাস্টারের ক-৯ নম্বর কক্ষের গুরা মিয়ার ছেলে মো. নুর কবির (৪৭), একই ক্লাস্টারের ঊ-১৩ নম্বর কক্ষের সমলোকের ছেলে মো. রশিদ (২৭) ও ৬২ নম্বর ক্লাস্টারের ই-১৬ নম্বর কক্ষের সমলোকের ছেলে আবদুল হামিদ (২২)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩-এর ৬১ ও ৬২ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গাদের মধ্যে সোমবার (১১ অক্টোবর) সকালে মারামারির ঘটনা ঘটে। পরে ভাসানচর থানা পুলিশ দুপুর পৌনে ১২টায় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।