মোবাইল কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:১১ এএম, ১২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর সুধারামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

সে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে ও সোনাপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সোমবার (১১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কলেজছাত্রী তাছলিমা আক্তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দিতে বায়না ধরে। তার বাবা কয়েকদিন পরে কিনে দিবে বললে তাছলিমা বাবার সঙ্গে ঝগড়া করে। পরে ওইদিন রাত সাড়ে ৮টায় সে নিজ ঘরে বিষপান করে। পরে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।