নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১২ অক্টোবর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান বাবুকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, দুই ম্যাগাজিন গুলি, ১৬টি চকলেট বোমাসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছয়ানি ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এসময় বাবু বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান বাবুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবু ওই গ্রামের কপিল উদ্দিনের ছেলে। তিনি বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১২টি মামলা রয়েছে। অস্ত্র আইনে বেগমগঞ্জ থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে র‌্যাব।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।