ফরিদপুরে এক ঘণ্টার অতিরিক্ত পুলিশ সুপার হাফসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১২ অক্টোবর ২০২১

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলো কিশোরী হাফসা বিনতে হায়দার (১৫)।

সোমবার (১১ অক্টোবর) ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুরের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার এর দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করে হাফসা বিনতে হায়দার। তিনি ফরিদপুর সদরের কমলাপুরের বাসিন্দা মো. হায়দার আলীর মেয়ে।

jagonews24

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এ আয়োজন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের ফরিদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা বিনতে হায়দার, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ফরিদপুর জেলার শিশু গবেষক মোহাম্মদ তুষার আব্দুল্লাহ, শিশু সাংবাদিক শাহরীন ইসলাম মাহিন, জেলা ভলান্টিয়ার শামীম আহমেদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।

jagonews24

দায়িত্বগ্রহণের পর হাফসা বিনতে হায়দার বলে, আমি নিজেই একজন শিশু। কিন্তু আমি এতো বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি। দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হাফসা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সব সময় শিশুদের সঙ্গে আছে। শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে রোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।