মৌলভীবাজারে মাইক্রোবাস চাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগরে মাইক্রোবাস চাপায় মো. রাজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শাব্বির খান (২৪) নামে এক যুবককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাজ মৌলভীবাজার সদর উপজেলার জগতসী উতাইয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি তার খালার বাড়ি রাজনগর উপজেলার শালন গ্রামে বেড়াতে এসেছিলেন। আহত শাব্বির রাজনগর উপজেলার শালন গ্রামের লেচু খানের ছেলে।

স্থানীয়রা জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ মারা যান। আহত অবস্থায় শাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

শাব্বিরের আত্মীয় নুরুল ইসলাম জানান, রাজ তার খালাতো ভাই শাব্বিরকে নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।