মোংলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৩ অক্টোবর ২০২১

মোংলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির, বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মণ্ডপ, টাটিবুনিয়া মন্দির, দিগরাজ ও বুড়িরডাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিভিন্ন মন্দির-মণ্ডপে গিয়ে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন। করোনার বিধিনিষেধ মেনে দুগোর্ৎসব উদযাপন ও শান্তিপূর্ণ পরিবেশে তা সম্পন্নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

jagonews24

তিনি বলেন, পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। তারপরও কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।

এবার মোংলায় ৩৭টি মন্দির-মণ্ডপে শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

এরশাদ হোসেন রনি/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।