পটুয়াখালীতে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নেছার উদ্দিন শাওন (২২) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে পায়রা বন্দরের নির্মাণাধীন আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে শাওনের কক্ষ বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে কক্ষের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাওনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাওন নির্মাণাধীন আবাসনের ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভোলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শাওনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
এফআরএম/জিকেএস