স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মো. মনিরুজ্জামান মনিরকে (৩১) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চর নোওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান ওই গ্রামের মান্নান মোল্যার ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, যৌতুকের দাবিতে মনিরুজ্জামান বিভিন্ন সময়ে তার স্ত্রীকে নির্যাতন করতেন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন স্ত্রী। এ মামলায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম থানার ফোর্স নিয়ে উপজেলার চর নোওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর আসামিকে বিকেলে আদালতে পাঠানো হয়।

এন কে বি নয়ন/ইউএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।