আদালতে স্বীকারোক্তি দিলেন খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৮ অক্টোবর ২০২১

ফরিদপুরে সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ জবানবন্দি গ্রহণ করেন। দুই দফায় চারদিনের রিমান্ড শেষে ফোয়াদকে আদালতে সোপর্দ করে পুলিশ।

জানা গেছে, মানি লন্ডারিং ও হত্যা মামলাসহ আট মামলার আসামি এ এইচ এম ফোয়াদকে গত ১২ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ অক্টোবর তাকে ২০১৬ সালের ১২ জুলাই সংঘটিত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ছোটন বিশ্বাস হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

jagonews24

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, মো. ফারুক হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে রাতে আদালতের নির্দেশে ফোয়াদকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার সিআইডির দায়ের করা দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলাসহ মোট সাত মামলার চার্জশিটভুক্ত আসামি ফোয়াদ।

এন কে বি নয়ন/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।