সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে সেলিনা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা ওই এলাকার শাহজাহান আলীর স্ত্রী।
স্থানীয় খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমান জানান, সকালে পোল্ট্রি ফার্মে ফ্যানের সংযোগ দিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন সেলিনা খাতুন। এ সময় তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম