অপহরণের তিন সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৯ অক্টোবর ২০২১

নোয়াখালীর চাটখিলে অপহরণের তিন সপ্তাহ পর স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা শাকিল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিল ফেনীর দারগারহাট এলাকার আবদুল লতিফের ছেলে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রী অপহরণের শিকার হন। পরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন।

ইকবাল হোসেন মজনু/ইউএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।