আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৪২ এএম, ২০ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হায়দার আলী (২৯)। তিনি দিনাজপুর সদরের মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। অপর নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ হতাহতরা সম্ভবত চাতাল শ্রমিক।

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।