বেগমগঞ্জ মডেল থানার ওসিকে বদলি
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদারকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে মীর জাহেদুল হক রনিকে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসি মো. কামরুজ্জামান সিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়। আর বেগমগঞ্জ মডেল থানার ওসি করা হয় নোয়াখালী আরওআই রিজার্ভ অফিসের পরিদর্শক মীর জাহেদুল হক রনিকে।
এর আগে ১৫ অক্টোবর চৌমুহনীতে সহিংসতার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মোহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ও পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। সেই নির্দেশনা অনুযায়ী এই পদায়ন করা হলো।
ওই দিন জুমার নামাজের পর চৌমুহনীতে হামলার ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু, বেশ কিছু মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/