নোয়াখালীর ঘটনায় ২৫ মামলায় গ্রেফতার ১৭৪
নোয়াখালীর ঘটনায় ২৫ মামলায় এখন পর্যন্ত ১৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এসব এজাহারভুক্ত আসামি ৪০৯ জন এবং অজ্ঞাত সাড়ে সাত হাজার। গ্রেফতার ১৭৪ জনের মধ্যে এজাহারভুক্ত ৮৯ জন ও সন্দেহভাজন ৮৫ জন রয়েছেন।
পুলিশ সুপার বলেন, বেগমগঞ্জ থানার ১০ মামলায় আসামি ২১৯ জন। গ্রেফতার ১২২ জন। এরমধ্যে এজাহারভুক্ত ৬৩ ও সন্দেহভাজন ৫৯ জন।
হাতিয়া থানার ১০ মামলায় আসামি ১৬০ জন। এখানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত ১২ জন ও সন্দেহভাজন ১৪ জন।
সোনাইমুড়ি থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি ছয়জন। এরমধ্যে এজাহারভুক্ত একজন ও সন্দেহভাজন আটজন রয়েছেন।
সেনবাগ থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি ছয়জন। এরমধ্যে এজাহারভুক্ত ছয়জন ও সন্দেহভাজন দুইজনসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
কবিরহাট থানার একটি মামলায় সন্দেহভাজন দুইজন, কোম্পানীগঞ্জ থানার একটি মামলায় একজন, চাটখিল থানায় একটি মামলায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম