সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচিতে নদীতে গোসল করতে নেমে নাঈম (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজের ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনার শাখা নদী থেকে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নাঈম ওই উপজেলার চন্দনগাঁতী গ্রামের নূরনবীর ছেলে। সে সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেলে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে গোসলে করতে নামে নাঈম। এ সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রোববার সকাল ৯টায় নাঈমের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম