পুলিশ পরিচয়ে যানবাহনে চাঁদাবাজি, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির সময় রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

রোববার (২৪ অক্টোবর) সকালে উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রেজাউল করিম বগুড়ার শেরপুর উপজেলার টোলা গ্রামের তোতা মিঞার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কে সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার নাম করে চাঁদা আদায় করছিলেন রেজাউল। এ সময় তার আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। তিনি কোন থানায় কর্মরত আছেন জানতে চাইলে রেজাউল করিমের প্রতারণা প্রকাশ পায়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, রেজাউল করিম নামের ভুয়া পুলিশ সদস্য আটক রয়েছে। থানায় একটি মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।