পদ্মায় মা ইলিশ ধরতে নেমে জরিমানা গুনলেন ৯ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৫ অক্টোবর ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান।

অভিযান শেষে গোপালপুর ফেরিঘাটে আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

গত ১৯ অক্টোবর ‘ফরিদপুরে পদ্মায় কৌশলে চলছে ইলিশ শিকার’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ একটা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে।

জরিমানা দিয়ে ছাড়া পাওয়া জেলেরা হলেন- সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের ওয়াহেদ মোল্যা (৫৩), নূর আলম(১৯), রাজু খালাসী (২৭), সোহেল ফকির (১৯) নারিকেলবাড়িয়া ইউনিয়নের কারাল কান্দি গ্রামের শাহবুদ্দীন শেখ (২৪), আনোয়ার শেখ (৩০), চর নাসিরপুর ইউনিয়নের শেখ শাহজালাল (৩২), বাবুল কারাল (৩০) এবং পাবনা জেলার কৃষ্ণ হাওলাদার।

তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২৫ কেজি ইলিশ মাছ ও ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং ইলিশ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এন কে বি নয়ন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।