সিরাজগঞ্জে ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

বগুড়া-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় শামীম আক্তার (৩২) নামের একজন সেনাসদস্য নিহত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আক্তার পাবনা জেলার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাঙামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন হাটিকুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী।

তিনি বলেন, নিহত সেনাবাহিনীর সদস্য শামীম আক্তার মোটরসাইকেলযোগে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। উপজেলার বোয়ালিয়া বাজারে পৌঁছালে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।