অনুপ্রবেশকালে সাতক্ষীরা সীমান্তে ৩ ভারতীয় আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৫ অক্টোবর ২০২১

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার অশক নগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী মোছা. ফজিলা বিবি (৪৫) ও মেয়ে রুম্পা খাতুন (১৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তিন ভারতীয় নাগরিক রোববার সন্ধ্যায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের গায়েনপাড়ায় অবস্থান করছে’ এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আহসানুর রহমান রাজীব/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।